Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কন্ঠসঙ্গীত , নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান।
বিস্তারিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে 

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে কন্ঠসঙ্গীত , নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

 

৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবন ২৬শে মার্চ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কন্ঠসঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একাডেমির মিলনায়তনে দুপুর ১২ টায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন, সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ.কিউ.এম. সিরাজুল ইসলাম, জনাব সাইফুল ইসলাম বাবু, জেসমিন সুলতানা পারু এবং অলক ঘোষ পিন্টু। সভায় বক্তরা বলেন পরাধীনতার শৃ্ঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দৃপ্ত শপথে এদেশের বীর সন্তানেরা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ মাতৃকার স্বাধীনতা অর্জনের জন্য। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জন করার লক্ষ্যে এদেশের দামাল ছেলেরা ঘর ছেড়ে রণাঙ্গনে নেমে পড়েছিল প্রিয় জন্মভূমিকে শত্রু মুক্ত করার জন্য। তাঁদের এই বীরত্ব গাঁথা স্মৃতি আমাদেরকে শ্রদ্ধা ও বিনম্র চিত্তে আজীবন স্মরণ রাখতে হবে। আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত দলের শিল্পীবৃন্দ। দলীয় নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্য দল, বৃন্দ আবৃত্তি পরিবেশন করে একাডেমির আবৃত্তি বিভাগ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষে ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবন-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত কন্ঠসঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/03/2024
আর্কাইভ তারিখ
30/09/2024