সেবা গ্রহণের নিয়মাবলী
১) কোর্স সংক্রান্ত : ১২ থেকে ৩০ বছর বয়সীদের জন্য ৪ বছর মেয়াদী কণ্ঠসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, তবলা ও ৩ বছর মেয়াদী চারুকলা এবং ২ বছর মেয়াদী আবৃত্তি বিষয়ে বেসিক কোর্স গ্রহণের আগ্রহীগণ ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে (বিজ্ঞপ্তি অনুযায়ী) জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম পূরণ করে নির্দিষ্ট অফিসে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে এবং অফিস কর্তৃক দেয় নির্ধারিত তারিখে বিষয় ভিত্তিক ব্যবহারিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ব্যবহারিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকারে উত্তীর্ণগণ বার্ষিক কোর্স ফি জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। বার্ষিক কোর্স ফি ২০০০/- (দুইহাজার) টাকা মাত্র। প্রশিক্ষণ সেশন- জানুয়ারি থেকে ডিসেম্বর পর্য্ন্ত।
২) অডিটোরিয়াম / মিলনায়তন / গ্যালারি / মহড়া কক্ষ ব্যবহারের জন্য বরাদ্দ গ্রহণ সংক্রান্ত: অডিটোরিয়াম / মিলনায়তন / গ্যালারি / মহড়া কক্ষ ভাড়া নেওয়ার জন্য প্রতিষ্ঠান / সংগঠনের প্যাডে জেলা কালচারাল অফিসার বরাবর আবেদন জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের অফিসে জমা দিতে হবে। বরাদ্দ অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট ভাড়া ও জামানত জমা দিয়ে অন্যান্য সকল শর্ত অনুযায়ী বুকিং নিশ্চিত করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS