Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Cultural programs of Chittagong, the city of industry
Details

শিল্পের শহর চট্টগ্রাম এর সাংস্কৃতিক অনুষ্ঠান

 

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে ৪মার্চ ২০২৩ খ্রি. বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘শিল্পের শহর চট্টগ্রাম’ শীর্ষক সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেল জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় শুরুতে পরিবেশন করা হয় শিল্পকলা একাডেমির তবলা বিভাগের তবলা লহড়া। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্য নিকেতন ও শিল্পকলা একাডেমির নৃত্যদল। সমবেত সঙ্গীত পরিবেশন করে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ ও সৃজামি সাংস্কৃতিক অংগন। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দিলরুবা খানম, প্রনব চৌধুরী ও অনির্বান চক্রবর্ত্তী। একক  সঙ্গীত পরিবেশন করেন লুপর্ণা মুৎসুদ্দী, গিরিজা রাজবর, কৌশিক দত্ত ও টিপু দেবনাথ। আদিবাসী গান পরিবেশন করেন সূর্জি চাকমা, মন্দিরা চাকমা ও কৃতিকা চাকমা।

Attachments
Publish Date
15/06/2023
Archieve Date
30/06/2024