বিভাগীয় পর্যায়ে শিশু সঙ্গীত ও নৃত্যদলের প্রযোজনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে বিভাগীয় শহরে বাছাইকৃত ৫০ সদস্য বিশিষ্ট শিশু সঙ্গীতদল ও ৩০ সদস্য বিশিষ্ট শিশু নৃত্যদলের প্রযোজনা ভিত্তিক অনুষ্ঠানের নির্মাণ কর্মশালা প্রথম পর্যায়ে ১৭ থেকে ১৯ নভেম্বর ২০২২ এবং দ্বিতীয় পর্যায়ে ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৩ সম্পন্ন হয়। সঙ্গীত কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক ইয়াসমিন আলী এবং নৃত্য কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক এস.কে. জাহিদ। এই কর্মসূচির মূল ভাবনায় ও পরিকল্পনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মুলত দেশের বিভাগীয় তথা প্রান্তিক শিল্পীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের যথাযত মূল্যায়নের নিমিত্তে এবং দক্ষ প্রশিক্ষক ও শিল্পীদের সমন্বয়ে দেশজ শিল্পের অব্যাহত চর্চা ও বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ।
বিভাগীয় পর্যায়ে শিশু সঙ্গীত ও নৃত্যদলের প্রযোজনা ভিত্তিক উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন ও একুশে পদকপ্রাপ্ত নাট্যজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য আহমেদ ইকবাল হায়দার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ আবু রায়হান দোলন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS