Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Celebrating the foundation anniversary of Bangladesh Shilpakala Academy
Details

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


শিল্পের উৎকর্ষ সাধন, সকলের জন্য শিল্প-সংস্কৃতিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তা সম্প্রসারণের লক্ষ্যে ৪৯ বছর যাবৎ কাজ করে চলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিতহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবৃত্তিশিল্পী ও উপস্থাপক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল। সঙ্গীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আবদুর রহিম, মোঃ মোস্তফা কামাল, আবদুল হালিম ও শ্রেয়সী রায়। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদলা, ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, নৃত্যময়ী একাডেমি ও উড়িসি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী কৌশিক দত্ত, অর্পা দে, আইভি দাশ রিউ, শান্তা দাশ, সমাপ্তি বড়ুয়া ও সমরজিতা মজুমদার। 

Attachments
Publish Date
15/06/2023
Archieve Date
30/06/2024