Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Spring Festival - 2023 Celebration
Details

বসন্ত উৎসব- ২০২৩ উদযাপন


ঋতুরাজ বসন্তের আগমনে তরুন-তরুনীর অপরুপ সাজ এবং উৎসবের সুরে ও ছন্দে বসন্তের আগমন ঘটেছে ১লা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে। বসন্ত কে বরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ১৪ ফেব্রুয়ারি বিকাল ৫টায় একাডেমির মুক্তমঞ্চে আয়োজন করে বসন্ত উৎসব। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রেয়সী রায়’র ‘আজি রঙে রঙে রঙ মিশাতে হবে’ গানটির মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও উপস্থাপক শ্রাবনী দাশগুপ্তার সঞ্চালনায়  একে একে একক সঙ্গীত পরিবেশন করেন সূর্চি চাকমা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোঃ মোস্তফা কামাল, অনুপম দেবনাথ পাভেল, আবদুল হালিম, নুসরাত জাহান রিনি, আবদুর রহিম। দলীয় সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একডেমি সঙ্গীতদল, অভ্যূদয় সঙ্গীত অংগন ও সঙ্গীত ভবন। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, চারুতা নৃত্য একাডেমি, স্কুল অব ক্ল্যাসিকেল এন্ড ফোক ডান্স ও সঞ্চারি নৃত্যকলা একাডেমি।

Images
Attachments
Publish Date
18/06/2023
Archieve Date
30/06/2024