তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ব্যান্ড সঙ্গীত আয়োজন
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উজ্জীবিত করতে মাস ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ২দিন ব্যাপী তারুণ্যের উৎসবের দ্বিতীয় দিন ২৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ডিসি পার্কে অনুষ্ঠিত হয় ‘বল বীর - আমি চির - উন্নত শির’ শিরোনামে ব্যান্ড সংগীত অনুষ্ঠান। ব্যন্ড সংগীত পরিবেশনায় ছিল জনপ্রিয় ব্যান্ড স্বাধীন, ম্যাট্রিকেল, স্ট্রোন, তীরন্দাজ, অ্যামেচার ও নাটাই ব্যান্ড দল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইনস্ট্রাক্টর মো: মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে বক্তরা বলেন বাঙালি সংস্কৃতিতে তরুণ সমাজকে উজ্জীবিত করতে এবং অপ সংস্কৃতি চর্চা থেকে বিরত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন সাংস্কৃতিক কর্মযজ্ঞের ভূমিকা তুলে ধরেন। সেই সাথে একটি শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী ফারুখ তাহের।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS