তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রামের নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান আয়োজন
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উজ্জীবিত করতে মাস ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ফৌজদারহাট ডিসি পার্কে ঢাকা থেকে আগত নৃত্যশিল্পী ও জেলা শিল্পকলা একাডেমি সহ চট্টগ্রামের নৃত্যশিল্পীদের সমন্বিত পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে আলোচন পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা বিভাগের প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর মোঃ মোসলেম উদ্দিন এবং বাংলাদেশ শিল্পকলার প্রতিনিধি তুষার সরকার। আলোচনা পর্বে বক্তারা তাদের বক্তব্যে বাঙালি সংস্কৃতিতে তরুণ সমাজকে উজ্জীবিত করতে এবং অপ সংস্কৃতি চর্চা থেকে বিরত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন সাংস্কৃতিক কর্মযজ্ঞের ভূমিকা তুলে ধরেন। সেই সাথে একটি শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে নৃত্যশিল্পী অনন্য বড়ুয়ার পরিচালনায় ‘আজ ফাগুনের আগুন লাগে’ গানের ছন্দে উদ্বোধনী দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রের নৃত্যদল। নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় ‘আজি এ আনন্দ প্রভাতে.., মকর পরবে মদনা ছোড়া ধামসা.., নাসেক নাসেক...,’ গানে নৃত্য পরিবেশন করে ওড়িসী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার। নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ’র পরিচালনায় ‘কালো জলে কুচলা তলে.., শুনোগো দখিন হাওয়া.., আমার বন্ধু চিকন কালিয়া.., বসন্ত বাতাসে.., ফাগুনেরো মোহনায়.., আমার সোনার বাংলা.., জ্বলে উঠো বাংলাদেশ..’গানে নৃত্য পরিবেশন করে ঢাকা থেকে আগত নৃত্যদল অ্যালিফিয়া স্কোয়াড এর নৃত্যশিল্পীবৃন্দ। নৃত্যশিল্পী স্বপন দাশ’র পরিচালনায় ‘বাগিচায় বুলবুলি তুই ফুল... বনপাহাড়ী সাজে..’ গানে নৃত্য পরিবেশন করে ঘুংঘুর নৃত্যকলা একাডেমি। ‘আমি বনফুলগো., মধু মালতি ডাকে আয়..’ গানে নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পী অনন্য বড়ুয়ার পরিচালনায় প্রাপন একাডেমি। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী শ্রাবণী দাশগুপ্তা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS