Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
District Shilpakala Academy award-2021 and 2022
Details


জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান-২০২১ ও ২০২২


চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২১ ও ২০২২ প্রদান অনুষ্ঠান ২ মার্চ ২০২৩ খ্রি. বৃহস্পতিবার কিাল ৫টায় একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম উক্ত অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০জন গণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২১ গ্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন- নাট্যকলায় প্রদীপ দেওয়ানজী, কন্ঠসঙ্গীতে অর্পনা লালা, নৃত্যকলায় কৃষ্ণা বিশ্বাস, চলচ্চিত্রে নাজিমুদ্দীন শ্যামল ও আবৃত্তিতে মিলি চৌধুরী এবং সম্মাননা- ২০২২ প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন লোক সংস্কৃতিতে কল্পতরু ভট্টাচর্য্য, ফটোগ্রাফিতে দেব প্রসাদ দাস দেবু, চারুকলায় সৌমেন দাশ, কন্ঠসঙ্গীতে মোঃ মোস্তফা কামাল ও নাট্যকলায় সনজীব বড়ুয়া। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য আহমেদ ইকবাল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ আবু রায়হান দোলন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

Attachments
Publish Date
15/06/2023
Archieve Date
30/06/2024