শিল্পকলা একাডেমিতে নব আনন্দে নবান্ন বরণ
নবান্ন উৎসব ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষ্যে ১৬ নভেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নবান্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মালায় ছিল নবান্নের গান, কথামালা, আবৃত্তি ও নৃত্য। জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে কথামালা পর্বে শুভেচ্ছা কথনে অংশ গ্রহণ করেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোছলেহ উদ্দিন ও চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর এর উপপরিচালক কাম-কীপার ড. মোঃ আতাউর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল ও ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। সঙ্গীত পরিচালনায় ছিলেন সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক আবদুর রহিম, মোঃ মোস্তফা কামাল, অপু বর্মন। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল ও নৃত্যরূপু একাডেমি। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ, প্রমা অবন্তী ও প্রিয়াংক বড়ুয়া। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী অনুপম দেবনাথ পাভেল, শিউলী মজুমদার, ডা: বিবরণ দাশ, কেকা দৃষ্টি শর্মা ও অংকিতা আচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ফাতেমাতুজ জোহরা পুষ্প। অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS