চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘ভক্তিমূলক সংগীত সন্ধ্যা’ আয়োজন
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্প্রীতির বন্ধন অটুট করতে বহুভাষিক উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভক্তিমূলক সংগীত সন্ধ্যা’র আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১০ ফেব্রুয়ারি- ২০২৫ সন্ধ্যা ৬.০০টায় জেলা শিল্পকলা একাডেমিস্থ অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত সংগীত অনুষ্ঠানের শুরুতে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ’র এর সভাপতিত্বে আলোচনা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সমাজ সেবক জনাব আবদুল মান্নান রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। শুভেচ্ছা বক্তব্যে জেলা কালচারাল অফিসার সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন সাংস্কৃতিক কর্মযজ্ঞের ভূমিকা তুলে ধরেন। সেই সাথে একটি শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদলেন সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর দলীয় সঙ্গীত পরিবেশন করে নজরুল একাডেমি চট্টগ্রাম, বাংলাদেশ বেতার টেলিভিশন বৌদ্ধ শিল্পীসংস্থা, কালুরঘাট ব্যাপ্টিস্ট চার্চ কয়্যার, রক্তিকা সঙ্গীত নিকেতন, মাইজভান্ডারী মরমী শিল্পীগোষ্ঠি। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরমান কাওয়াল, রিমা দাশ, নাফিজা শামীম প্রাপ্তি, অর্ণব ভট্টাচার্য্য, কোহেলী মজুমদার, রিফাত চৌধুরী লিজা, শিমুল শীল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী ফারুখ তাহের।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS