চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে
সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ঐ ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে’
বিজয়ের মাসে গান, নাচ, আবৃত্তি নিয়ে মাসব্যাপী সৃষ্টি সুখের উল্লাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মালার আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় ২০২৪ সন্ধ্যা ৫.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় -“ঐ ধূমকেতু আর উল্কাতে, চায় সৃষ্টিটাকে উল্টাতে” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় একাডেমির প্রাঙ্গনে অনিরুদ্ধ মুক্তমঞ্চ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী কমিশনার ( ভূমি)। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ জুনায়েদুল ইসলাম।
আলোচনা পর্ব শেষে নৃত্যশিল্পী অন্যন্য বড়ুয়ার পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের নৃত্যদলের দলীয় পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে একক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন কন্ঠশিল্পী ফাহমিদা রহমান, ইকবাল হায়দার, ফরিদ বঙ্গবাসী, নুসরাত জাহান রিনি, কৌশিক দত্ত। দলীয় সংগীত পরিবেশন করেন- সরলা ব্যান্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। শিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন ওড়িসী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এবং নৃত্য শিল্পী স্বপন দাশের পরিচালনায় ঘুঙঘুর নৃত্যকলা কেন্দ্র এবং প্রাপন একাডেমি । একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকার।
আবৃত্তি শিল্পী সাবের শাহ ও শুভ্রা চক্রবর্তী সঞ্চলনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগমে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS