Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Celebrating International Dance Day-2023
Details

আন্তর্জাতিক নৃত্য দিবস- ২০২৩ উদযাপন


আন্তর্জাতিক নৃত্য দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ২৯ এপ্রিল শনিবার আনন্দ শোভাযাত্রা, কথামালা ও নৃত্যনুষ্ঠান আয়োজন করে। বিকাল ৫টায় আনন্দ শোভাযাত্রা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে বের হয়ে ওয়াসা’র মোড় থেকে আবার শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এসে শেষ হয়। সন্ধ্যা ৬টায় একাডেমির মিলনায়তনে শুরু হয় কথামালা ও নৃত্যানুষ্ঠান নুপুরের ছন্দ। কথামালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) চট্টগ্রাম জনাব মোঃ আবু রায়হান দোলন। জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও নৃত্যশিল্পী অনন্য বড়ুয়ার সঞ্চালনায় কথামালা পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যজন সাইফুল আলম বাবু, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাবেক কালচারাল অফিসার ও নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার চট্টগ্রাম শাখার সভাপতি শারমিন হোসেন, চট্টগ্রাম নৃত্যশিল্পী সংসদের সভাপতি শুভ্রা সেনগুপ্তা, বিশিষ্ট নৃত্যশিল্পী স্বপন দাশ, সঞ্জিতা দত্ত বেবী, প্রমা অবন্তী, স্বপন বড়ুয়া ও ফজল আমিন শাওন। বক্তারা বলেন শরীর ছন্দ আত্মা, মন সঙ্গীত এসব নিয়েই নান্দনিক ছন্দিত শরীরিক প্রতিমায় হলো নৃত্য। নৃত্য খুব সহজেই সবার কাছে পোঁছায় ও গ্রহনযোগ্যতা পায়। নৃত্যের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়, মানুষে মানুষে বিনিময় ঘটে, কথা হয়। দুঃসময়ে-দূর্দিনে নৃত্য ও অন্যান্য উপস্থাপন- কলা মানুষের মধ্যে আনন্দ বিতরণ করে, যা আমাদের সত্তার ও সময়ের পরিচয় ঘটায়।  

নৃত্যানুষ্ঠানে শুরুতে নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, ওড়িসী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স, ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, প্রাপন একাডেমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, চারুতা নৃত্যকলা একাডেমি, কালার্স একাডেমি, নৃতরঙ একাডেমি চট্টগ্রাম, নৃত্য নিকেতন চট্টগ্রাম, স্কুল অব ফোক ডান্স, সুরাঙ্গন বিদ্যাপীঠ, নিক্কন একাডেমি, নৃত্যময়ী একাডেমি, চট্টলকুঁড়ি নৃত্যদল, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি, নৃত্যানন্দ, দীপ শিখা নৃত্যগোষ্ঠী ও কৃত্তিকা নৃত্যালয়।

Attachments
Publish Date
27/06/2023
Archieve Date
30/06/2024