অ্যাক্রোবেটিক প্রদর্শনী আয়োজন
শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সহযোগিতায় ১৪ জুন ২০২৩ সন্ধ্যা ৭টায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি। চোখ ধাঁধানো ও রোমাঞ্চকর পরিবেশনায় মুগ্ধ আগত দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) জনাব মোঃ আবু রায়হান দোলন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে অনন্য বড়ুয়ার পরিবেশনায় দলীয় নৃত্য পরিবেশন করে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির শিশু নৃত্য দল। ১মপর্বের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারুক তাহের। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের সমন্বয়কারী শিশির রায়- এর ধারা বর্ণনায় পরিবেশিত পুরো অ্যাক্রোবেটিক প্রদর্শনীটি উপভোগ করেন আগত শিশু, কিশোর, তরুনসহ সকল বয়সের সুধী দর্শক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS