২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন
২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান চট্টগ্রাম যৌথভাবে আয়োজন করে প্রীতি সম্মিলন, নাট্যালাপ ও নাটকের গান। ২৭ মার্চ ২০২৩ খ্রি. বিকাল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির গ্যালারি হলে উক্ত আয়োজনে চট্টগ্রামের অগ্রজ নাট্যজনসহ বিভিন্ন বিভিন্ন নাট্যসংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। জেলা কালচারাল অফিসার, ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য মোঃ মোসলেম উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা কথনে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, শুভ্রা বিশ্বাস, রবিউল আলম, সনজীব বড়ুয়া, অলক ঘোষ পিন্টু, দীপক চৌধুরী, আকবর রেজা, জাহাঙ্গীর কবির, খালেদ হেলাল, মনসুর মাসুদ, সুচরিত দাশ খোকন, অসিত দাশ পুলক, রুপেশ কান্তি দে, বিকিরণ বড়ুয়া, শেখ শওকত ইকবাল, সুচরিত টিংকু,, প্রমা অবন্তী, তৌহিদ হাসান ইকবাল, মুহাম্মদ শাহ আলম, হাজান জাহাঙ্গীর, শহিদুল করিম নিন্টু, কংকন দাশ, শাহীন চৌধুরী। বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন শামসুল কবির লিটন ও জাতীয় বাণী পাঠ করেন কাজল সেন। নাটকের গান পরিবেশন করেন মঈন উদ্দিন কোহেল, শ্রেয়সী রায়, মোঃ মোস্তফা কামাল ও আবদুর রহিম। সবশেষে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস