Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৭ অক্টোবর ২০২৩ খ্রি. জেলা শিল্পকলা একাডেমিতে গণজাগরণের পালাগান আয়োজন
বিস্তারিত

জেলা শিল্পকলা একাডেমিতে গণজাগরণের পালাগান আয়োজন

শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাব আমরা উন্নতির শিখরে। এই প্রতিপাদ্য নিয়ে গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। লোক ঐতিহ্যের এক সমৃদ্ধ রূপায়ব পালাগান। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই পালাগানের বিস্তার। আবহমান বাংলার চিরায়ত লোক-সংস্কৃতি অন্যতম শাখা পালাগান বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পনস্বরুপ কাজ পালাগান। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে

 বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ১৪০টি পালাগানের দলের পরিবেশনায় ৬৪টি জেলায় ১লা অক্টোবর থেকে ১২ অক্টোবর ২০২৩ খ্রি. পর্যন্ত “গণজাগরণের পালাগান উৎসব ২০২৩” আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় ৭ অক্টোবর বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পালাগান অনুষ্ঠিত হয়। পালাগান পরিবেশন করেন ঢাকা থেকে আগত ইমন সরকার ও ছোট মমতাজ। পালাগানের বিষয় ছিল ‘নারী-পুরুষ’। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেল জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। শিল্পীদের ফুল দিয়ে বরণ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক আবদুর রহিম ও বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক প্রমা অবন্তী। অনুষ্ঠানের নানা শ্রেণির পেশার মানুষ পালাগান উপভোগ করেন। এ ধরণের লোক ঐতিহ্য পালাগান আয়োজনের জন্য দর্শকরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম হয়।

মোঃ মোসলেম উদ্দিন

জেলা কালচারাল অফিসার

জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম

 

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/10/2023
আর্কাইভ তারিখ
30/10/2024