মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করেন। ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় আয়োজন করা হয় চিত্রাংকন ও শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতা। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও পুরস্কার প্রদান করা হয় এবং বিকাল ৪টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজিত রায়, শ্রেয়সী রায়, সুবর্ণা রহমান, নাফিসা শামীম প্রাপ্তি। সঙ্গীত প্রশিক্ষক মোঃ মোস্তফা কামাল ও আবদুর রহিমের পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীতদল। নৃত্যনাট্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য প্রশিক্ষক অনন্য বড়ুয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস