বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ৮মে ২০২৩ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব নাফরিজা শ্যামা, চট্টগ্রাম পুলিশ সুপার জনাব এস এম সফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার জনাব মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার জনাব এ কে এম সরোয়ার কামাল। অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম. ২য়. ৩য়স্থান অর্জনকারীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রাম শাখা, অভ্যূদয় সঙ্গীত অংগন ও রক্তকরবী। দলীয় নৃত্য পরিবেশন করে ওড়িসি টেগোর এন্ড ডান্স মুভমেন্ট সেন্টার, আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, দিলরুবা খানম, মোঃ মুজাহিদুল ইসলাম। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মোঃ মোস্তফা কামাল, শ্রেয়সী রায়, শান্তা গুহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী শ্রাবনী দাশগুপ্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস