জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২২
জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধন ০২ ফেব্রুয়ারি-২০২৩ বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সভাপতি জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ), নাট্যজন সাইফুল আলম বাবু, বিশিষ্ট চারুশিল্পী দীপক দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২২ এ চারুকলা সাধারণ বিভাগের ১মবর্ষ, ২য়বর্ষ ও ৩য়বর্ষের প্রশিক্ষণার্থীদের বাছাইকৃত ১৭৬টি চিত্রকর্ম প্রর্দশনীতে স্থান পায়। প্রর্দশনীতে স্থানপাওয়া ১৭৬টি চিত্রকর্ম থেকে বাছাই পূর্বক প্রথমবর্ষ থেকে ৫জন, দ্বিতীয়বর্ষ থেকে ৩জন ও তৃতীয়বর্ষ থেকে ৫জন মোট ১৩জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার প্রদানের জন্য চিত্রকর্ম বাছাই করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক জনাব কে এম এ কাইয়ুম, বিশিষ্ট চারুশিল্পী জনাব দীপক দত্ত ও তাসাদ্দুক হোসেন দুলু। প্রদর্শনী ০২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস