কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
নব আনন্দে শেষ হলো শিল্পকলা একাডেমির নবান্নের অনুষ্ঠান
শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম আয়োজনের ১লা অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ (১৬ নভেম্বর) নব আনন্দের মধ্য দিয়ে শেষ হলো নবান্নের অনুষ্ঠান। আবৃত্তিশিল্পী শ্রাবনী দাশগুপ্তার সঞ্চালনায় নবান্নের অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে অভ্যূদয় সঙ্গীত অংগন, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সঙ্গীত ও নৃত্যদল। দলীয় নৃত্য পরিবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স ও প্রিজম ডান্স একাডেমি। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সঞ্জিত আচার্য্য, আবদুর রহিম, কল্যাণী ঘোষ, শ্রেয়সী রায়, কোহেলী দাশগুপ্তা, শাহরিয়া পারভিন রোজী। দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন পটিয়া উপজেলা থেকে আগত দীপ্র বড়ুয়া ও দূর্জয় বড়ূয়া। অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম হয় এবং মহা আনন্দের মধ্য দিয়ে শেষ হয়।
মোঃ মোসলেম উদ্দিন
জেলা কালচারাল অফিসার
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস