তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বস্থাপনায় “কাওয়ালি সন্ধ্যা ” আয়োজন
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উজ্জীবিত করতে মাস ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ২দিন ব্যাপী তারুণ্যের উৎসবের প্রথম দিন ২৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রামস্থ সি.আর.বি শিরীষতলায় অনুষ্ঠিত হয় কাওয়ালি গানের মনোমুগ্ধকর অনুষ্ঠান ‘কাওয়ালি সন্ধ্যা’। অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের উপ-পরিচালক মো জসীম উদ্দিন এবং প্রশিক্ষণ বিভাগের ইনস্ট্রাক্টর মো. মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে জনপ্রিয় কাওয়ালি গান পরিবেশন করেন দেশবরেণ্য কাওয়ালি শিল্পী আহম্মেদ নূর আমিরী, রাসেল হায়দার, ইশকে রাসুল কাওয়ালি সংসদ ও নূরে মোস্তফা কাওয়ালি টিম। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী শ্রাবণী দাশগুপ্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস