কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব”
শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম আয়োজনে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ নভেম্বর বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ মিহির লালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুমনী আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সভাপতিত্ব করেন সহসভাপতি জাহাঙ্গীর কবির। বিশিষ্ট আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে অংশগ্রহণ করে উপজেলা শিল্পকলা একাডেমি রাংগুনিয়া, বাঁশখালী, রাউজান ও ফটিকছড়ি। অনুষ্ঠানে সমবেত আঞ্চলিক গান, লোকসঙ্গীত, মাইজভান্ডারী গান, দেশেরগান, বঙ্গবন্ধুরগান ও পঞ্চকবির গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সঙ্গীতদল। দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্যদল ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি বিভাগ। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীশিল্পী আবদুর রহিম, শ্রেয়সী রায়, মোঃ মোস্তফা কামাল, টিপু দেবনাথ, জয় দত্ত, অর্পিতা মল্লিক ও অয়ন্তিকা দাশ। অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের পক্ষ থেকে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সনদপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম হয়।
মোঃ মোসলেম উদ্দিন
জেলা কালচারাল অফিসার
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস