জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ২৪ ও ২৫ মে ২০২৩ খ্রি. দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ মে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিটি বিষয়ে ৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় পাঁচশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ২৫ মে ২০২৩ তারিখ বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব নাফরিজা শ্যামা, চট্টগ্রাম পুলিশ সুপার জনাব এস এম সফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার জনাব মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার জনাব এ কে এম সরোয়ার কামাল। অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম. ২য়. ৩য়স্থান অর্জনকারীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও উপস্থাপক ফারুক তাহের।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রাম, কবি নজরুল একাডেমি চট্টগ্রাম, নজরুল একাডেমি চট্টগ্রাম, আর্য্য সঙ্গীত সমিতি চট্টগ্রাম, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম শাখা ও জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল। দলীয় নৃত্য পরিবেশন করে প্রাপন একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম শাখা ও জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর ও জাবেদ হোসেন। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাহমিদা রহমান, তাপস কুমার বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, মন্দিরা চৌধুরী ও লোকমান চৌধুরী রাশু প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস