চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাড্য আয়োজনে
যন্ত্রসংগীত উৎসব ২০২৪ ‘সুরের তালে হৃদয় দোলে’
চর্চার অভাবে এবং সময়ের বিবর্তনে বিলুপ্ত হওয়া দেশীয় বাদ্যযন্ত্র ও যন্ত্রসংগীতকে টিকিয়ে রাখার লক্ষ্যে এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ ঘটানোর লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৭টি বিভাগীয় শহরে এক মাস ব্যাপী যন্ত্র সংগীত উৎসব ২০২৪ আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগ পর্যায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় যন্ত্রসঙ্গীতের সকল শাখার সমন্বয়ে মাস ব্যাপী যন্ত্র সংগীত উৎসবের সমাপনী উপলক্ষ্যে ৮ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উম্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ‘সুরের তালে হৃদয় দোলে’ শিরোনামে ‘জাতীয় যন্ত্রসংগীত উৎসব ২০২৪।
যন্ত্রসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন। বেলুন উড্ডয়নের মাধ্যমে উক্ত যন্ত্র সংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন ২০২৪ এর জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সদস্য মোঃ আরিফুল ইসলাম ফরহাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সময়ের বিবর্তনে ও চর্চার অভাবে অনেক বাদ্যযন্ত্র ও যন্ত্রসংগীত হারিয়ে যাচ্ছে। শিল্পীদের পৃষ্ঠপোষকতা নতুন প্রজন্মকে এসব বাদ্যযন্ত্র চর্চায় আগ্রহী করে তুলার মাধ্যমে সেসব সংগীত যন্ত্র টিকিয়ে রাখার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন। বাংলার বাদ্যযন্ত্র ও যন্ত্রসংগীতকে রক্ষা ও মানসম্মত চর্চাসহ নতুন প্রজন্মকে আমাদের দেশীয় বাদ্যযন্ত্রে আগ্রহী করে তুলতেই এই আয়োজন।
উদ্বোধন ও আলোচনা পর্ব শেষে চট্টগ্রাম ও কুমিল্লা জেলা সহ রাঙামাটি, বান্দরবান পার্বত্য জেলার সুখ্যাত যন্ত্রশিল্পীবৃন্দ দলীয় ও একক যন্ত্রসংগীত পরিবেশন করেন। দলীয় পরিবেশনায় বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দোতারায় পরিবেশিত হয় সেই রেল লাইনের ধারে, সূর্যোদয়ে তুমি ও পাহাড়ী ধুনের সুর। পরিবেশনা করে শিল্পী সুমন কুমার নাথ ও তার দল সুরধ্বনি মিউজিক একাডেমি চট্টগ্রাম। বংশী শিল্পী রণধীর দাশের পরিচালনায় পিলু বারোয়া ও ঝিঝিট রাগের বাঁশীর সুরে দর্শকদের মুগ্ধ করে বংশীধ্বনী চট্টগ্রাম। তবলা শিল্পী সুদেব কুমার দাশের পরিচালনায় তবলা লহড়া পরিবেশনা করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের তবলা বিভাগের তবলা শিল্পীবৃন্দ এবং বেহালা শিল্পী প্রিয়তোষ বড়ুয়ার নির্দেশনায় ভায়োলিনিস্ট চট্টগ্রামের দলীয় পরিবেশনায় সুরলিত হয় রাগ পিলু। একক পরিবেশনায় সরোদ-এ সুর পরিবেশন করেন কুমিল্লার যন্ত্রশিল্পী বাবুল কান্তি বিশ্বাস, মোহন-বীণায় রাগ পুরিয়া পরিবেশন করেন দোলন কানুনগো, ঐতিহ্যবাহী ধুধুক পরিবেশন করেন রাঙামাটি জেলার সচীব চাকমা, সেতার পরিবেশনায় রাগশ্রীর সুর ধ্বনিত করেন রোজী সেন, বেহালায় রাগ ইমনের সুরঝঙ্কার তুলেন শ্যামল চন্দ্র দাশ, সানাই পরিবেশন করেন বাবুল জলদাস, হাওয়াইন গীটার পরিবশনায় ছিলেন বাবুল কান্তি দে, এজ্রার্সের সুরে এসো হে সজল শ্যাম ঘন দেয়া পরিবেশনায় ছিলেন মদন মোহন ঘোষ, বুং পাইক (ঢুল) বাদ্য পরিবেশন করেন বান্দরবান জেলার যন্ত্রশিল্পী চ থোয়াই মং মারমা। একক তবলা লহড়া পরিবেশন করেন শিল্পী আদ্রিত চৌধুরী, প্রান্ত দাশ, আনন্দী সেন, সম্পদ বড়ুয়া।
উক্ত যন্ত্র সংগীত উৎসবে প্রচুল দর্শক সমাগম হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস